1857  সালের গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ ও মহাবিদ্রোহের কিছু প্রশ্ন উত্তর

1857  সালের গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ ও মহাবিদ্রোহের কিছু প্রশ্ন উত্তর

প্রিয় বন্ধুরাঃ-  নিচে কিছু 1857  সালের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও মহাবিদ্রোহের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো যেগুলো বিভিন্ন চাকরির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এখানে নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের মত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আছে। 

1857  সালের গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ ও মহাবিদ্রোহের কিছু প্রশ্ন উত্তর

 ১) কোন বছরে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল?

উঃ- 1855-56

২) কোন গ্রন্থে নীলচাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেওয়া আছে?

উঃ- নীলদর্পণ

৩) ‘নীলদর্পণ’ – এর রচয়িতা কে?

উঃ- দীনবন্ধু মিত্র

৪) বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়?

উঃ- 1946  সালে

৫) ‘নীল বিদ্রোহ’  নিয়ে নিয়মিত লেখা হতো  কোন পত্রিকায়?

উঃ- হিন্দু  পেট্রিয়ট

৬) নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

উঃ- মাইকেল মধুসূদন দত্ত

৭) ‘হিন্দু  পেট্রিয়ট’  পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ- হরিশচন্দ্র মুখোপাধ্যায়

৮) তিতুমীরের আসল নাম কি ছিল?

উঃ- সৈয়দ মীর নিসার আলী

১০) কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত?

উঃ- পাঞ্জাব

১১) নিম্নলিখিত নাম গুলির মধ্যে কে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠা  করেছিলেন?

উঃ- সৈয়দ আহমদ

১২) নিম্নলিখিত নামের মধ্যে কে  ফরাজিদের নেতা ছিলেন?

উঃ- দুদুমিঞ্চা

১৩) বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন?

উঃ- পাইক বিদ্রোহ

১৪) কোল বিদ্রোহ কবে হয়েছিল?

উঃ- ১৮৩২

 ১৫) ব্রিটিশদের বিরুদ্ধে ‘ উলগুলান’  উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার মাধ্যমে?

উঃ- বিরসা মুন্ডা

১৬) 1921-  এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

উঃ- কেরাল

 ১৭) সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ- লর্ড ক্যানিং

১৮) 1857  সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ- নানা সাহেব

১৯) সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?

উঃ- বাহাদুর শাহ জাফর

২০) মহাবিদ্রোহে দিল্লিতে কে বিদ্রোহে নেতৃত্ব দেন?

উঃ- বখত খান

২১) ১৮৫৭ –  এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন?

উঃ- দ্বিতীয় বাহাদুর শাহ

  • উপরের প্রশ্ন-উত্তর গুলিতে যদি কোন ভুল বা বানান ভুল হয়ে থাকে, সেটা আমাদের অজান্তে হয়েছে। যদি আপনারা সেটা জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের ভুলগুলি ঠিক করে নেব। (ধন্যবাদ – প্রশ্ন-উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top