General Knowledge Quiz Part – 2 || সাধারণ জ্ঞান কুইজ পর্ব-২ Leave a Comment / By prashnauttar.in / 26 February 2024 Share your love প্রিয় বন্ধুরা- আজ আমরা কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো সাধারণত চাকরির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তাই আর দেরি না করে নিচের ক্যুইজ কনটেস্ট-এ অংশগ্রহণ করুন। কুইজের কিছু প্রশ্ন:-১) রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন?২) ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি?৩) হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান? General Knowledge Quiz Part - 2 || সাধারণ জ্ঞান কুইজ পর্ব-২ 1 / 20 মরীচিকা কি কারনে উৎপন্ন হয়? প্রতিফলন প্রতিসরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন 2 / 20 রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন? এসালস জেনার উইলিয়াম হার্ভে লিস্টার 3 / 20 বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? পালি মগধি সংস্কৃত প্রাকৃত 4 / 20 নিউটনের গতি সংক্রান্ত কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয়? প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কোনোটিই নয় 5 / 20 ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি? কেরালা মহারাষ্ট্র কর্ণাটক হরিয়ানা 6 / 20 তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু 7 / 20 ফিউজ তার কোন কোন ধাতুর সংকর? টিন ও তামা তামা ও সিসা টিন ও সীসা টিন ও লোহা 8 / 20 ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট হয়েছিলেন কে? কদম্বিনী গাঙ্গুলী আনন্দী গোপাল যোশি চন্দ্রমুখী বসু কামিনী রায় 9 / 20 "মিতিন মাসি" গোয়েন্দা চরিত্র কার সৃষ্টি? সুচিত্রা ভট্টাচার্য প্রজ্ঞাপারমিতা মুখার্জী তিলোত্তমা মজুমদার নবনীতা দেবসেন 10 / 20 ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন? ল্যামার্ক জি জে মেন্ডেল ডি ভ্রিস রোনাল্ডো রস 11 / 20 "জটায়ু" চরিত্রের স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র রাজশেখর বসু সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 12 / 20 সিল্কসিটি অফ ইন্ডিয়া" নামে কোন শহর পরিচিত? ভাগলপুর বারানসি মাদুরাই কাঞ্চিপুরাম 13 / 20 " মনি ভবন গান্ধী মিউজিয়াম" কোথায় অবস্থিত? দিল্লি মুম্বাই কলকাতা ব্যাঙ্গালোর 14 / 20 ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন? ভাস্কো-ডা-গামা লর্ড ক্লাইভ ক্রিস্টোফার কলম্বাস ক্যাপ্টেন কুক 15 / 20 আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তারকনাথ দাস রামচন্দ্র লালা হরদয়াল এদের কেউই নয় 16 / 20 সাধারণত কোন মাসে পাট চাষ হয়? ভাদ্র মাসে শ্রাবণ মাসে বৈশাখ মাসে পৌষ মাসে 17 / 20 নিচের কোনটি স্বভোজী নয়? মস ঘাস মাশরুম ইস্ট 18 / 20 সারে জাহা সে আচ্ছা- এই গানটির রচয়িতা কে? মির্জা গালিব মহম্মদ ইকবাল নাজির আহমেদ মীর আম্মান দিলভি 19 / 20 "কথাসরিৎসাগর" গ্রন্থটির লেখক কে? বররুচি সোমদেব জীমূতবাহন নাগার্জুন 20 / 20 হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান? ম্যাগনেসিয়াম তামা দস্তা লোহা Your score isThe average score is 45% 0% Restart quiz Facebook WhatsApp Telegram