First Chief Ministers of different states of India || ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী

প্রিয় বন্ধুরাঃ- আজ ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীদের নাম আলোচনা করা হলো। যেমন :-পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?, বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?, গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ইত্যাদি।

First Chief Ministers of different states of India
রাজ্যের নামপ্রথম মুখ্যমন্ত্রী
১. অন্ধ্রপ্রদেশনীলম সঞ্জীব রেড্ডি
২. তেলেঙ্গানাকে. চন্দ্রশেখর রাও
৩. অরুণাচলপ্রদেশপ্রেমখান্ডু তুঙ্গন
8. আসামগোপীনাথ বরদোলৈ
৫. বিহারকৃষ্ণ সিং
৬. ছত্রিশগড়অজিত যোগী
৭. গোয়াদয়ানন্দ শ্রী বন্দোদকর
৮. গুজরাটজে. এন. মেহতা
৯. হরিয়ানাবি. ডি. শর্মা
১০. হিমাচল প্রদেশওয়াই এস পরমার
১১. জম্মু ও কাশ্মীরজি. এম. সাদিক
১২. ঝাড়খন্ডবাবুলাল মারান্ডি
১৩. কর্ণাটককে. সি. রেড্ডি
১৪. কেরালাই এম.এস. নাম্বুদিরিপাদ
১৫. মধ্যপ্রদেশরবিশংকর শুক্লা
১৬. মহারাষ্ট্রওয়াই চহ্বান
১৭. মণিপুরমাইরেম্বাম কোইরেঙ্গসিং
১৮. মেঘালয়ডব্যু এ. সাংমা
১৯. মিজোরামসি. চুঙ্গা
২০. নাগাল্যান্ডপি. সিলুয়াও
২১. ওড়িশাকৃষ্ণচন্দ্র গজপতি
২২. পাঞ্জাবজি. সি. ভার্গব
২৩. রাজস্থানএইচ.এল. শাস্ত্রী
২৪. সিকিমকে. এল. দর্জি
২৫. তামিলনাড়ুসি. এন. আন্নাদুরাই
২৬. ত্রিপুরাশচীন্দ্রলাল সিং
২৭. উত্তরপ্রদেশগোবিন্দবল্লভ পন্থ
২৮. উত্তরাখণ্ডনিত্যানন্দ স্বামী
২৯. পশ্চিমবঙ্গপ্রফুল্লচন্দ্র ঘোষ
Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top