Famous biologists and their important discoveries || প্রখ্যাত জীববিজ্ঞানী ও তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার

প্রখ্যাত বিজ্ঞানী ও তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার:- বিজ্ঞানীদের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার ও তাদের নাম নিচে আলোচনা করা হলো। 

Famous biologists and their important discoveries
বিজ্ঞানীআবিষ্কার
1. লিউয়েনহকসরল অণুবীক্ষণ যন্ত্র।
2. জ্যানসেন ও জ্যানসেনযৌগিক অণুবীক্ষণ যন্ত্র
3. নল ও রুসকাইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
4. রবার্ট হুককোশ
5. রবার্টসনএকক পর্দা
6. প্যালাডেরাইবোজোম
7. রবার্ট ব্রাউননিউক্লিয়াস নামকরণ ও তার বর্ণনা
৪. ডি ডুভেলাইসোজোম
9. ওয়ালথর ফ্লেমিংক্রোমোজোম
10. লুই পাস্তুরজলাতঙ্ক, কলেরা, অ্যানথ্রাক্স প্রভৃতি রোগের প্রতিষেধক/টিকা, পাস্তুরাইজেশন পদ্ধতি
11. ওয়াটসন ও ক্রিকDNA-এর দ্বিতন্ত্রী গঠন
12. উইলিয়াম হার্ভেমানবদেহে রক্তসঞ্চালন পদ্ধতি
13. রোবিন হিলসালোকসংশ্লেষের ফোটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ
14. ক্যামিলো গলগিগলগি বডি
15. জগদীশচন্দ্র বসুউদ্ভিদে প্রাণের অস্তিত্ব প্রমাণ, ক্রেসকোগ্রাফ যন্ত্র
16. মেলভিন কেলভিনসালোকসংশ্লেষের কেলভিন চক্র
17. ডিক্সন ও জলিবাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদ
18. রোনাল্ড রসম্যালেরিয়া রোগের জীবাণু
19. আলেকজান্ডার ফ্লেমিংপেনিসিলিন অ্যান্টিবায়োটিক
20. স্নেইডেন ও সোয়ানকোশতত্ত্ব
21. আইভান প্যাভলভপ্রতিবর্ত ক্রিয়া
22. এডওয়ার্ড জেনারস্মল পক্স বা গুটি বসন্তের টিকা
23. গ্রেগর জোহান মেন্ডেলবংশগতি সম্বন্ধীয় সূত্র
24. জ্যঁ ব্যাপ্তিস্ত ল্যামার্কজৈব বিবর্তনের ব্যাখ্যা দেন
25. চার্লস ডারউইনপ্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব
26. হারবার্ট স্পেনসার‘যোগ্যতমের উদ্‌বর্তন' শব্দটি প্রথম ব্যবহার করেন
27. অগাস্ট ভাইসম্যানজার্মপ্লাজম মতবাদ
28. হুগো দ্য ভ্রিসমিউটেশন তত্ত্ব
29. ক্যারোলাস লিনিয়াসদ্বি-পদ নামকরণ
30. বানটিং ও বেস্টইনসুলিন হরমোন
31. বেলিস ও স্টারলিংহরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন
32. ইয়াইচি কুরোসাওয়াজিব্বেরেলিন হরমোন
33. কার্ল ল্যান্ডস্টেইনাররক্তের ABO শ্রেণিবিভাগ
34. ক্যাশিমির ফ্রাঙ্কভিটামিন
35. হরগোবিন্দ খোরানাজেনেটিক কোড
36. ফ্রেডরিক ব্ল্যাকম্যানসালোকসংশ্লেষের দুটি পর্যায় (আলোক ও অন্ধকার দশা)
37. হেনরি অসবর্নঅভিযোজনের বিকিরণ সূত্র
38. হ্যানস্ ক্রেবসশ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র
39. যোসেফ প্রিস্টলিঅক্সিজেন
40. এ এল ল্যাভয়সিয়েপ্রাণীদেহের শ্বসন প্রকৃতি
41. রবার্ট ককজীবাণুতত্ত্বের জনক
42. চরকআয়ুর্বেদের জনক
43. শুশ্ৰুতভারতীয় শল্যচিকিৎসার জনক
44. দিমিত্রি ইভাননোভস্কি মার্টিনাস বেইজারনিকভাইরাসতত্ত্বের জনক
Facebook
WhatsApp
Telegram
  • (যে কোন চাকরির জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top