ভারতের জাতীয় কিছু বিষয়
১। ভারতের জাতীয় প্রতীক কী?
উঃ- অশোক চক্র / অশোক স্তম্ভ
২। ভারতের জাতীয় সংগীত কী?
উঃ- বন্দেমাতরম
৩। ভারতের জাতীয় স্তোত্র কী ?
উঃ- জনগণমন অধিনায়ক
৪। ভারতের জাতীয় গাছ কী?
উঃ- ভারতীয় বট।(Ficus benghalensis) ১৯৫০ সালে ভারতীয় বটকে ভারতের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়।
৫। ভারতের জাতীয় ফুল কী ?
উঃ- পদ্ম (Nelumbo nucifera) ১৯৫০ সালে পদ্মফুলকে ভারতীয় জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয়।
৬। ভারতের জাতীয় ফল কী ?
উঃ- আম (Magnifera indica)। ১৯৫০ সালে আমকে ভারতের জাতীয় ফল হিসাবে মর্যাদা দেওয়া হয়।
৭। ভারতের জাতীয় সবজি কি?
উঃ- কুমড়ো।
৮। ভারতের জাতীয় মাছ কি?
উঃ- রুই।
৯। ভারতের জাতীয় রং কি?
উঃ- কমলা, সাদা, সবুজ ও নীল।
১০। ভারতের জাতীয় মিষ্টি কি?
উঃ- জিলিপি।
১১। ভারতের জাতীয় খাবার কি?
উঃ- খিচুড়ি।
১২। ভারতের জাতীয় পশু কী?
উঃ- রয়্যাল বেঙ্গল টাইগার (Panthera tigris tigris)। ১৯৭৩ সালে ভারতের জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয়।
১৩। ভারতের জাতীয় জলজ প্রাণী কী? *(২১নং প্রশ্ন)
উঃ- গাঙ্গেয় শুশুক।
১৪। ভারতের জাতীয় পাখি কী?
উঃ- ভারতীয় ময়ূর (Pavo cristatus)। ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
১৫। ভারতের জাতীয় ধ্বনি কী ?
উঃ- জয়হিন্দ
১৬। ভারতের জাতীয় বাণী কী? বা ভারতের জাতীয় নীতিবাক্য (National Motto)কী ?
উঃ- সত্যমেব জয়তে
১৭। ভারতের জাতীয় লজ্জা কি?
উঃ- অস্পৃশ্যতা
১৮। ভারতের জাতির জনক কাকে বলা হয়?
উঃ- মহাত্মা গান্ধিকে
১৯। ভারতের জাতীয় খেলা কি?
উঃ- হাডুডু এবং হকি।
২০। ভারতের জাতীয় ভাষা কোন্গুলি?
উঃ- ২২টি ভাষাকে সরকারীভাবে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষাগুলি হল— (প্রাধানত- হিন্দি), অসমীয়া, বাংলা, বোড়ো, ডোগরী, গুজরাটি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, সাঁওতালী, মারাঠী, নেপালী, ওড়িয়া, পাঞ্জাবী, সংস্কৃত, মৈতৈ, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু।
২১। ভারতের জাতীয় জলজ পশু কোটি? *(১৩নং প্রশ্ন)
উঃ- ইরাবতী ডলফিন।
২২। ভারতের জাতীয় দিবস কোন্ দিনগুলি ?
উঃ- ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস), ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস), ২ অক্টোবর (গান্ধি জয়ন্তী- মহাত্মা গান্ধির জন্মদিন)
২৩। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু?
উঃ -হাতি (Elephas maximus indicus)। ২০১০ সালের ২২ অক্টোবর ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
২৪। ভারতের জাতীয় জীবানু কী ?
উঃ – ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস। এটি একটি উপকারী ব্যাক্টেরিয়া। এই ব্যাকটেরিয়াকে খাদ্যের সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়। ২০০২ সালের ১৮ অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত ‘বায়োডায়ভার্সিটি কনজারভেশন এন্ড এডুকেশন ফর সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কনফারেন্সে এই ব্যাকটেরিয়াকে ভারতের জাতীয় জীবানু হিসাবে ঘোষণা করা হয়।
২৫। ভারতের জাতীয় নদী কোনটি?
উঃ -গঙ্গা। এর মোট দৈর্ঘ্য ২৫১০ কিমি। ২০০৮ সালের ৪ নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে মর্যাদা দেওয়া হয়।