Architectures of India || ভারতের বিভিন্ন স্থাপত্য
প্রিয় বন্ধুরা :- আজকে তোমাদের ভারতের বিভিন্ন স্থাপত্য নিয়ে আলোচনা করলাম। যেগুলি নিচে দেয়া আছে, এগুলি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে যা তোমাদের জানা খুবই দরকার। “ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? অজন্তা গুহা কোথায় অবস্থিত? ” ইত্যাদি প্রভৃতি প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে।
![ভারতের বিভিন্ন স্থাপত্য](https://prashnauttar.in/wp-content/uploads/2024/07/ভারতের-বিভিন্ন-স্থাপত্য-png.avif)
১) পঞ্চমহল কোথায় অবস্থিত?
ফতেপুর সিক্রি
২) বিখ্যাত নেক চাঁদের রক গার্ডেন টি কোথায় অবস্থিত?
চন্ডিগড়
৩) মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত?
দিল্লি
৪) বড় ইমামবাড়া কে নির্মাণ করেছিলেন?
আসাফ- উদ-দৌলা
৫) রুদ্রেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত?
তেলেঙ্গানা
৬) কুতুব মিনার নির্মাণকার্য কে সম্পন্ন করেন?
ইলতুৎমিস
৭) হাম্পির সৌথ সমূহ কোন রাজ্যে অবস্থিত?
কর্ণাটক
৮) হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন?
মহারাজা সাওয়াই প্রতাপ সিং
৯) আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
সিকন্দর শাহ
১০) খাজুরাহো মন্দির গুলি নির্মাণ করেছিলেন কারা?
চান্দেল্লরা
ভারতের বিভিন্ন স্থাপত্য
- ইন্ডিয়া গেট, লোটাস টেম্পেল, পার্লামেন্ট হাউস- দিল্লি
- গেটওয়ে অফ ইন্ডিয়া, ছত্রপতি শিবাজী টার্মিনাল- মুম্বাই
- ব্রিটিশ রেসিডেন্সি কমপ্লেক্স- লখনউ
- ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, শহীদ মিনার, হাওড়া ব্রিজ, কলকাতা হাইকোর্ট, রাইটার্স বিল্ডিং – কলকাতা
- রক গার্ডেন অফ চন্ডিগড়, ক্যাপিটাল কমপ্লেক্স- চন্ডিগড়
- জওহর কালা কেন্দ্র- জয়পুর
- বেলুড় মঠ- হাওড়া
- অজান্তা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা, কানহেরি গুহা, কার্লা গুহা – মহারাষ্ট্র
- জুনাগর গুহা – গুজরাট
- বাদামি গুহা – কর্ণাটক
- বাগ গুহা, ভীমবেটকা গুহা – মধ্যপ্রদেশ
- উদয়গিরি ও খণ্ডগিরি গুহা – ওড়িশা
- বোরা গুহা, উন্দাবল্লী গুহা – অন্ধ্রপ্রদেশ
- কোনারক সূর্য মন্দির – ওড়িশা
- খাজুরাহো মন্দির- মধ্যপ্রদেশ
- সোমনাথ মন্দির- গুজরাট
- কৈলাসনাথ মন্দির – মহারাষ্ট্র
- বৈষ্ণবদের মন্দির – জম্মু ও কাশ্মীর
- অমরনাথ গুহা মন্দির – জম্মু ও কাশ্মীর
- কেদারনাথ মন্দির- উত্তরাখণ্ড
- মহাবলীপুরমের রথ মন্দির- তামিলনাড়ু
- কামাখ্যা মন্দির- অসম
- রুদ্রেশ্বর মন্দির- তেলেঙ্গানা
- বৃহদেশ্বর মন্দির- তামিলনাড়ু
- জগন্নাথ মন্দির- ওড়িশা
- মীনাক্ষী মন্দির- তামিলনাড়ু
- দিলওয়ার মন্দির – রাজস্থান
- কাশী বিশ্বনাথ মন্দির – উত্তর প্রদেশ
- স্বর্ণমন্দির – অমৃতসর পাঞ্জাব
- সিটি প্যালেস – উদয়পুর
- বিবেকানন্দ রক মেমোরিয়াল – কন্যাকুমারিকা
- নালন্দা বিশ্ববিদ্যালয় – রাজগীর বিহার
- সাঁচিস্তুপ – মধ্যপ্রদেশ
- বৌদ্ধস্তূপ – রাজগীর
- কুতুবমিনার – নিউ দিল্লি
- হাজারদুয়ারি – মুর্শিদাবাদ