প্রিয় বন্ধুরা- ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, তাই এগুলো জানা খুবই দরকার। নিচে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল আলোচনা করা হলো। যেমন:- রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল – নিমতলা ঘাট, এ.পি.জে আবদুল কালামের সমাধিস্থল – রামেশ্বরম, প্রভৃতি।
সমাধিস্থল | ব্যক্তি |
---|---|
বিজয় ঘাট | লাল বাহাদুর শাস্ত্রী |
কিষাণ ঘাট | চরণ সিং |
রাজঘাট | মহাত্মা গান্ধি |
শক্তিস্থল | ইন্দিরা গান্ধি |
শান্তিবন | জওহরলাল নেহরু |
ঐকতাস্থল | জ্ঞানী জৈল সিং/চন্দ্রশেখর |
চৈত্যভূমি | বি.আর. আম্বেদকর |
সমতাস্থল | জগজীবন রাম |
কাবুল | বাবর |
লাহোর | জাহাঙ্গীর |
সেকেন্দ্রা (আগ্রা) | আকবর |
সাসারাম (বিহার) | শেরশাহ |
নারায়ণ ঘাট | গুলজারিলাল নন্দ |
অভয়ঘাট | মোরারজী দেশাই |
বীরভূমি | রাজীব গান্ধি |
তাজমহল | মমতাজ |
আগ্রা (তাজমহল) | শাহজাহান |
দিল্লি (হুমায়ুন টোম্ব) | হুমায়ূন |
মরভি (মহারাষ্ট্র) | নানাসাহেব |
মিশর | আলেকজাণ্ডার |
ব্রিস্টল (ইংল্যান্ড) | রাজা রামমোহন |
নিমতলা ঘাট | রবীন্দ্রনাথ ঠাকুর |
স্মৃতিস্থল | অটল বিহারী বাজপেয়ী |
ঐকতাস্থল | চন্দ্রশেখর |
মরভি (মহারাষ্ট্র) | নানাসাহেব |
উদয়ভূমি | আর. কে. নারায়ণ |
দিল্লির লোধী | সুষমা স্বরাজ |
কলকাতা | উত্তম কুমার |
কেওড়াতলা | সুচিত্রা সেন |
রামেশ্বরম | এ.পি.জে আবদুল কালাম |
মহাপ্রয়াণ ঘাট | ড. রাজেন্দ্র প্রসাদ |
Facebook
WhatsApp
Telegram