২৩শে জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 23rd January 2025 Current Affairs in Bengali

২৩শে জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 23rd January 2025 Current Affairs in Bengali
২৩শে জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
২৩শে জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
  1. অলোক আগরওয়াল Zurich Kotak General Insurance-এর MD এবং CEO হিসেবে নিযুক্ত: অলোক আগরওয়াল Zurich Kotak General Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত হয়েছেন।

  2. কোনার্কে তৃতীয় জাতীয় খনন মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত: ওড়িশার কোনার্কে তৃতীয় জাতীয় খনন মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের খনন শিল্পের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

  3. অম্বরীশ কেনঘে Angel One-এর গ্রুপ CEO হিসেবে নিযুক্ত: অম্বরীশ কেনঘে Angel One-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত হয়েছেন।

  4. সঞ্জীব রঞ্জন IORA-এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত: সঞ্জীব রঞ্জন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (IORA)-এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন।

  5. কলকাতায় ২৭তম আন্তর্জাতিক কংগ্রেস অন গ্লাস সম্মেলন অনুষ্ঠিত: কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক কংগ্রেস অন গ্লাস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে গ্লাস প্রযুক্তি ও গবেষণার সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

  6. গান্ধীনগরে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে: গুজরাটের গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে।

  7. ছত্তিশগড়ে ‘দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা’ চালু: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রায়পুরে ‘দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা’ চালু করেছেন।

  8. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা ২০২৫ অনুষ্ঠিত: সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

  9. বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের উত্থান: ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

  10. আমেরিকায় TikTok অ্যাপ নিষিদ্ধ: সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের কারণে আমেরিকায় TikTok অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

২২শে জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স

Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top