১১ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 11th January 2025 Current Affairs in Bengali
১১ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
জাতীয় মানব পাচার সচেতনতা দিবস: ভারতে ১১ই জানুয়ারি তারিখে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয়।
‘Garudakshi’ অনলাইন FIR সিস্টেম: কর্ণাটক সরকার বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য ‘Garudakshi’ নামে একটি অনলাইন FIR সিস্টেম চালু করেছে।
মালায়ালম গায়ক পি জয়চন্দ্রনের মৃত্যু: ৮০ বছর বয়সে প্রখ্যাত মালায়ালম গায়ক পি জয়চন্দ্রন পরলোকগমন করেছেন।
PARTH Yojana: মধ্যপ্রদেশ সরকার ‘PARTH Yojana’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে।
ইসরায়েলে ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা: ইসরায়েল সরকার ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা সিস্টেম চালু করেছে।
মারাঠি ভাষার শাস্ত্রীয় ভাষার মর্যাদা: মারাঠি ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ স্কিম: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ স্কিম চালু করেছেন।
Henley Passport Index 2025: এই সূচকে ভারতের স্থান ৮৫তম; প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।
মুম্বাই বিমানবন্দরের Level 5 Accreditation: মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে ACI কর্তৃক Level 5 Accreditation স্বীকৃতি পেয়েছে।
প্রণব মুখোপাধ্যায়ের স্মারক: কেন্দ্র সরকার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করেছে।