History Quiz Part-2 || ইতিহাস কুইজ পর্ব-২ Leave a Comment / By prashnauttar.in / 5 August 2024 Share your love History Quiz Part-2 || ইতিহাস কুইজ পর্ব-২ প্রিয় বন্ধুরা :- আজ তোমাদের (History Quiz Part-2) ইতিহাসের কুইজ পর্ব ২ শেয়ার করলাম । যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, তাই আর দেরি না করে কুইজটি তে অংশগ্রহণ করতে নিচে স্টার্ট বাটনে ক্লিক করুন। History Quiz Part-2 || ইতিহাস কুইজ পর্ব-২ ১৮৫৭ সালের গুরুত্বপূর্ণ কিছু বিদ্রোহ ও মহাবিদ্রোহের প্রশ্ন উত্তর । 1 / 20 ১৮৫৭ - এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ? ঔরঙ্গজেব দ্বিতীয় বাহাদুর শাহ মীর কাসেম সরফরাজ খাঁ 2 / 20 মহাবিদ্রোহে দিল্লিতে কে বিদ্রোহে নেতৃত্ব দেন ? নানা সাহেব আজিমুল্লা খান বখত খান দ্বিতীয় বাহাদুর শাহ 3 / 20 সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন ? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নানা সাহেব বাহাদুর শাহ জাফর উপরের কেউই নয় 4 / 20 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন ? রানী লক্ষ্মীবাঈ নানা সাহেব দ্বিতীয় বাহাদুর শাহ বেগম হযরত মহল 5 / 20 সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? লর্ড ক্যানিং লর্ড কর্নওয়ালিস লর্ড হেস্টিংস লর্ড ডালহৌসি 6 / 20 1921- এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ? আসাম কেরাল পাঞ্জাব মহারাষ্ট্র 7 / 20 ব্রিটিশদের বিরুদ্ধে ' উলগুলান' উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার মাধ্যমে ? রানী শিরোমণি বিরসা মুন্ডা কোন্দা ডোরা গয়া মুন্ডা 8 / 20 কোল বিদ্রোহ কবে হয়েছিল ? ১৮৩২ ১৮৪২ ১৮৫৫ ১৮৯৯ 9 / 20 নিচের তালিকার মধ্যে কে কোল বিদ্রোহের নেতা ছিলেন না ? সুই মুন্ডা গয়া মুন্ডা ঝিন্দরাই মানকি বিরসা মুন্ডা 10 / 20 বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? সন্দীপ বিদ্রোহ রংপুর বিদ্রোহ কোল বিদ্রোহ পাইক বিদ্রোহ 11 / 20 নিম্নলিখিত নামের মধ্যে কে ফরাজিদের নেতা ছিলেন ? দুদুমিঞ্চা তিতুমীর করিম শাহ মজনু ফকির 12 / 20 নিম্নলিখিত নাম গুলির মধ্যে কে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন ? ওয়ালিউল্লাহ মোহাম্মদ আব্দুল ওয়াহাব সৈয়দ আহমদ সৈয়দ খাঁ 13 / 20 কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ? আসাম পাঞ্জাব মহারাষ্ট্র ওড়িশা 14 / 20 তিতুমীরের আসল নাম কি ছিল ? সৈয়দ আমানুল্লা খাঁ সৈয়দ মীর নিসার আলী সৈয়দ আমির আলী সৈয়দ মীর মোহাম্মদ খান 15 / 20 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? কৃষ্ণ কুমার মিত্র বিপিনচন্দ্র পাল হরিশচন্দ্র মুখোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী 16 / 20 নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ? মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীপ্রসন্ন সিংহ হরিশচন্দ্র মুখার্জী 17 / 20 ' নীল বিদ্রোহ' নিয়ে নিয়মিত লেখা হতো কোন পত্রিকায় ? হিন্দু পেট্রিয়ট স্টেটম্যান টাইমস অফ ইন্ডিয়া ইংলিশ ম্যান 18 / 20 বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ? 1942 সালে 1944 সালে 1945 সালে 1946 সালে 19 / 20 'নীলদর্পণ' - এর রচয়িতা কে ? রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র বিপিনচন্দ্র পাল 20 / 20 কোন গ্রন্থে নীলচাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেওয়া আছে ? নীলদর্পণ আনন্দমঠ দীনবন্ধু উপরের কেউই নয় Your score isThe average score is 26% 0% Restart quiz Facebook WhatsApp Telegram
পলাশীর যুদ্ধর একটি সম্পূর্ণ বিশ্লেষণ || পলাশী যুদ্ধের সংক্ষিপ্ত বর্ননা Leave a Comment / History, History Quiz / By prashnauttar.in