৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 8th January 2025 Current Affairs in Bengali

৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 8th January 2025 Current Affairs in Bengali

৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
  1. পৃথিবী ঘূর্ণন দিবস পালন: ৮ই জানুয়ারি বিশ্বব্যাপী ‘পৃথিবী ঘূর্ণন দিবস’ হিসেবে উদযাপিত হয়।

  2. ভারতীয় খো খো দলের স্পনসরশিপ: ওড়িশা রাজ্য সরকার আগামী তিন বছরের জন্য ভারতের জাতীয় খো খো দলকে স্পনসর করবে।

  3. দিল্লি ওয়াকফ বোর্ডের নতুন সিইও: আইএএস অফিসার আজিমুল হক দিল্লি ওয়াকফ বোর্ডের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন।

  4. BRICS-এর নতুন সদস্য: ইন্দোনেশিয়া BRICS-এর দশম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে।

  5. ৭৪তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ: গুজরাটের ভাবনগরে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

  6. IRDAI এবং FIU-IND-এর মধ্যে সমঝোতা স্মারক: বর্ধিত সমন্বয় এবং তথ্য বিনিময়ের জন্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া (FIU-IND) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

  7. ‘BHARATPOL’ পোর্টাল চালু: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘BHARATPOL’ পোর্টাল উদ্বোধন করেছেন।

  8. Gandhi Darshan Art Gallery উদ্বোধন: নয়াদিল্লির রাজঘাটের কাছে লোকসভার স্পিকার ওম বিড়লা ‘Gandhi Darshan Art Gallery’ উদ্বোধন করেছেন।

  9. Global Power City Index 2024: এই সূচকে দুবাই অষ্টম স্থানে রয়েছে।

  10. লক্ষ্য কাপ টুর্নামেন্টে স্বর্ণপদক: ১৫তম লক্ষ্য কাপ টুর্নামেন্টে ১০ মিটার এয়ার-রাইফেল ইভেন্টে নৌবাহিনীর কিরণ যাদব স্বর্ণপদক জিতেছেন।

Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top