১৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 18th January 2025 Current Affairs in Bengali

১৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 18th January 2025 Current Affairs in Bengali
১৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স

১৮ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর উদ্বোধন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’ উদ্বোধন করেছেন, যা পরিবহন ও মোবিলিটি ক্ষেত্রে উদ্ভাবন ও উন্নয়নকে উৎসাহিত করবে।

  2. বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন: প্রয়াগরাজের ঝুনসি হাভেলিসের তপোবন আশ্রমে বিশ্বের প্রথম ‘মহামৃত্যুঞ্জয় যন্ত্র’ স্থাপন করা হয়েছে, যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

  3. আর্কিওলজিক্যাল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়ামের উদ্বোধন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের ভাদনগরে ‘আর্কিওলজিক্যাল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম’ উদ্বোধন করেছেন, যা ভারতের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করবে।

  4. PNB মেটলাইফ ও সরস্বত কো-অপারেটিভ ব্যাংকের অংশীদারিত্ব: বীমা সমাধানের জন্য PNB মেটলাইফ সরস্বত কো-অপারেটিভ ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে, যা গ্রাহকদের জন্য উন্নত বীমা সেবা প্রদান করবে।

  5. ইন্ডিয়ান ব্যাংকের নতুন এমডি ও সিইও: বিনোদ কুমার ইন্ডিয়ান ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিযুক্ত হয়েছেন।

  6. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি ও সিইও: অশোক চন্দ্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

  7. উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব: বিনীত যোশী উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন, যা শিক্ষাক্ষেত্রে নতুন দিশা প্রদান করবে।

  8. আর.কে. শ্রীকান্তন ট্রাস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত: বিখ্যাত মৃদঙ্গবাদক টি.ভি. গোপালকৃষ্ণন ‘আর.কে. শ্রীকান্তন ট্রাস্ট অ্যাওয়ার্ড’ এ সম্মানিত হয়েছেন, যা তার সঙ্গীতজগতে অবদানের স্বীকৃতি।

  9. স্মৃতি মান্ধানার দ্রুততম সেঞ্চুরি: ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে নতুন রেকর্ড স্থাপন করেছেন।

  10. শ্রীরাম হাউজিং ফাইন্যান্সের পুনঃব্র্যান্ডিং: শ্রীরাম হাউজিং ফাইন্যান্স তাদের নাম পরিবর্তন করে ‘ট্রুহোম ফাইন্যান্স’ করেছে, যা তাদের সেবা ও ব্র্যান্ডিংয়ে নতুনত্ব আনবে।

Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top