১৩ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 13th January 2025 Current Affairs in Bengali

১৩ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 13th January 2025 Current Affairs in Bengali

১৩ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
১৩ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
  1. লেবাননের নতুন প্রেসিডেন্ট: জোসেফ আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, যা দেশটির রাজনৈতিক সংকট সমাধানে বড় পদক্ষেপ।

  2. উত্তরপ্রদেশ সরকারের নতুন উদ্যোগ: উত্তরপ্রদেশ সরকার গুগল ক্লাউডের সাথে অংশীদারিত্ব করেছে ‘উত্তরপ্রদেশ ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার’ (UPONA) প্রকল্প চালু করার জন্য।

  3. ২০তম টাটা মুম্বাই ম্যারাথন: ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহকে এই ম্যারাথনের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে।

  4. কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ২০২৬: ভারত ২০২৬ সালে ২৮তম কমনওয়েলথ পার্লামেন্টারি স্পিকার ও প্রেসাইডিং অফিসারদের সম্মেলন (CSPOC) আয়োজন করবে।

  5. প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার: সৌদি আরবে বসবাসরত বিশিষ্ট চিকিৎসক সৈয়দ আনোয়ার খুরশীদকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

  6. ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT): নয়াদিল্লিতে প্রধান বেঞ্চে ২৪ জন বিচারিক ও টেকনিক্যাল সদস্য নিয়োগ করা হয়েছে।

  7. মেসির আন্তর্জাতিক সম্মাননা: লিওনেল মেসি প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘Freedom of the Americas’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

  8. দিব্য কলা মেলা উদ্বোধন: গুজরাটে ২৩তম দিব্য কলা মেলার উদ্বোধন করা হয়েছে, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হস্তশিল্প প্রদর্শিত হচ্ছে।

  9. কুম্ভবাণী চ্যানেলের উদ্বোধন: অল ইন্ডিয়া রেডিও ‘কুম্ভবাণী’ নামে একটি বিশেষ চ্যানেল চালু করেছে, যা কুম্ভমেলার সময় ভক্তদের তথ্য সরবরাহ করবে।

  10. বিশ্বব্যাপী AI উদ্ভাবনের বছর ঘোষণা: AICTE ২০২৫ সালকে “Year of Artificial Intelligence” ঘোষণা করেছে, যা প্রযুক্তিগত অগ্রগতিকে গতিশীল করবে।

Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top