১১ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 11th January 2025 Current Affairs in Bengali

১১ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স || 11th January 2025 Current Affairs in Bengali

১১ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স 11th January 2025 Current Affairs in Bengali
১১ই জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স
  1. জাতীয় মানব পাচার সচেতনতা দিবস: ভারতে ১১ই জানুয়ারি তারিখে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয়।

  2. ‘Garudakshi’ অনলাইন FIR সিস্টেম: কর্ণাটক সরকার বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য ‘Garudakshi’ নামে একটি অনলাইন FIR সিস্টেম চালু করেছে।

  3. মালায়ালম গায়ক পি জয়চন্দ্রনের মৃত্যু: ৮০ বছর বয়সে প্রখ্যাত মালায়ালম গায়ক পি জয়চন্দ্রন পরলোকগমন করেছেন।

  4. PARTH Yojana: মধ্যপ্রদেশ সরকার ‘PARTH Yojana’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে।

  5. ইসরায়েলে ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা: ইসরায়েল সরকার ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসা সিস্টেম চালু করেছে।

  6. মারাঠি ভাষার শাস্ত্রীয় ভাষার মর্যাদা: মারাঠি ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।

  7. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ স্কিম: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ স্কিম চালু করেছেন।

  8. Henley Passport Index 2025: এই সূচকে ভারতের স্থান ৮৫তম; প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।

  9. মুম্বাই বিমানবন্দরের Level 5 Accreditation: মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে ACI কর্তৃক Level 5 Accreditation স্বীকৃতি পেয়েছে।

  10. প্রণব মুখোপাধ্যায়ের স্মারক: কেন্দ্র সরকার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করেছে।

Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top