সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব – ১ || General Knowledge Question Answers Part 1

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব - ১ || General Knowledge Question Answers Part 1

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব – ১ || General Knowledge Question Answers Part 1

০১)  ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি?

উঃ-  কেরালা

০২)  সারে জাহা সে আচ্ছা- এই গানটির রচয়িতা কে?

উঃ-  মহম্মদ ইকবাল

০৩)  সিল্কসিটি অফ ইন্ডিয়া” নামে কোন শহর পরিচিত?

উঃ-  ভাগলপুর

০৪)  সাধারণত কোন মাসে পাট চাষ হয়?

উঃ-  বৈশাখ মাসে

০৫)  নিউটনের গতি সংক্রান্ত কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয়?

উঃ-  তৃতীয় সূত্র

০৬)  নিচের কোনটি স্বভোজী নয়?

উঃ-  মস

০৭)  হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান?

উঃ-  লোহা

০৮)  ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট হয়েছিলেন কে?

উঃ-  কামিনী রায়

০৯)  বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল?

উঃ-  পালি

১০)  “কথাসরিৎসাগর” গ্রন্থটির লেখক কে?

উঃ-  সোমদেব

১১)  তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

উঃ-  কর্ণাটক

১২)  আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?

উঃ-  লালা হরদয়াল

১৩)  “মিতিন মাসি” গোয়েন্দা চরিত্র কার সৃষ্টি?

উঃ-  সুচিত্রা ভট্টাচার্য

১৪)  ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন?

উঃ-  ভাস্কো-ডা-গামা

১৫)  “জটায়ু” চরিত্রের স্রষ্টা কে?

উঃ-  সত্যজিৎ রায়

১৬)  মরীচিকা কি কারনে উৎপন্ন হয়?

উঃ-  অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

১৭)  রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন?

উঃ-  উইলিয়াম হার্ভে

১৮)  “মনি ভবন গান্ধী মিউজিয়াম” কোথায় অবস্থিত?

উঃ-  মুম্বাই

১৯)  ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেন?

উঃ-  রোনাল্ডো রস

২০)  ফিউজ তার কোন কোন ধাতুর সংকর?

উঃ-  টিন ও সীসা

২১)  “ড্রিমস ফ্রম মাই ফাদার” বইটি কার লেখা?

উঃ-  বারাক ওবামা

২২)  “গোলাপ” কোন দেশের জাতীয় প্রতীক?

উঃ-  ব্রিটেন

২৩)  মহাকাশযানের জানালা কি দিয়ে প্রস্তুত করা হয়?

উঃ-  কাঁচ

২৪)  রঙ্গিত কার উপনদী ?

উঃ-  তিস্তা

২৫)  কারগিল শহর কোথায় অবস্থিত?

উঃ-  লাদাখ

২৬)  জলবিদ্যুৎ সর্বাধিক উৎপাদিত হয় কোথায়?

উঃ-  পূর্ব ভারতের

বিশুদ্ধ সোনা হল-

উঃ-  24 ক্যারেট

Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top