ভারতের জাতীয় পতাকা || Indian National Flag

১। জাতীয় পতাকা কী ?
উঃ- যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা।

২। ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ?
উঃ- পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ)।

৩। ভারতের জাতীয় পতাকার আকার কিরূপ?
উঃ- আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ অর্থাৎ লম্বা ২ ফুট হলে আড়ে ৩ ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়।

৪। ভারতের জাতীয় পতাকার রং কী ?
উঃ- ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিক ভাবে তিনটি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নীচে সবুজ রং এবং সাদার মাঝখানে নীল রং এর অশোকচক্র থাকে।

৫। কবে থেকে ত্রিবর্ণ রঞ্জিত অশোকচক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় ?
উঃ- ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে।

৬। জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?
উঃ- ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।

৭ । এ জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?
উঃ- শান্তি ও পবিত্রতার প্রতীক।

৮ । জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?
উঃ- জীবনধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক।

৯। নীল রং এর অশোকচক্র কিসের প্রতীক?
উঃ- উন্নতি ও গতিশীলতার প্রতীক।

১০। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম কী কী ?
উঃ- ক) জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে।
বাড়ীর ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান যেমন ২৬
জানুয়ারি, ১৫ আগস্ট-এ এই পতাকা
উত্তোলিত করা যায় ।
খ) এই জাতীয় পতাকার ডানদিকে বা উপরে
অন্যকোনো পতাকা উত্তোলন করা যাবে না।
গ) কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার
করলে, তা সকলের সামনে থাকবে কিন্তু
কখনই তা অনুভূমিক থাকবে না।
ঘ) জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না ।
ঙ) সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা
অর্ধনমিত করতে হবে, এবং রাষ্ট্রীয় শোকের
দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়।

১১। ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল?
উঃ- ১৯৪৭ সালের ২১ নভেম্বর।

১২। এই পাতার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয় ?
উঃ- ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে।

১৩। আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়?
উঃ- খাদি।

১৪। ভারতের জাতীয় পতাকা নিয়মানুযায়ী কারা তৈরিকরেন?
উঃ- খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries
Commission)।

১৫। ভারতের জাতীয় পতাকার নকশাটি কত সালে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয় ?
উঃ- ১৯৪৭ সালের ২২ জুলাই।

WhatsApp
Facebook
Telegram
Twitter

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top