ভারতের উল্লেখযোগ্য বাঁধের তালিকা || ভারতের বিভিন্ন নদীর বাঁধ

ভারতের উল্লেখযোগ্য বাঁধের তালিকা || ভারতের বিভিন্ন নদীর বাঁধ

প্রিয় বন্ধুরা :- আজকের পোস্টে ভারতের বিভিন্ন নদীর বাঁধের তালিকা দেওয়া হল। যেখানে ভারতের উল্লেখযোগ্য নদী বাঁধ গুলি রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর অবস্থিত তা দেওয়া থাকবে। বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে, তাই এগুলো জানা খুবই দরকার।

ভারতের উল্লেখযোগ্য বাঁধের তালিকা ভারতের বিভিন্ন নদীর বাঁধ
বাঁধের নামঅবস্থান (রাজ্য)নদী
হীরাকুদ বাঁধওডিশামহানদী
ভাকরা নাঙ্গাল বাঁধহিমাচল প্রদেশ ও পাঞ্জাবসতলুজ
টেহরি বাঁধউত্তরাখণ্ডভাগীরথী
নাগার্জুন সাগর বাঁধঅন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানাকৃষ্ণা
সরদার সরোবর বাঁধগুজরাটনর্মদা
চেরুথনি বাঁধকেরালাপেরিয়ার
ইদুক্কি বাঁধকেরালাপেরিয়ার
সালাল বাঁধজম্মু ও কাশ্মীরচেনাব
রণজিত সাগর বাঁধপাঞ্জাবরবি
কৃষ্ণা রাজ সাগর বাঁধকর্ণাটককাবেরী
আলমাট্টি বাঁধকর্ণাটককৃষ্ণা
মুলসী বাঁধমহারাষ্ট্রমুলসী
উকাই বাঁধগুজরাটতাপ্তি
গান্ধী সাগর বাঁধমধ্যপ্রদেশচম্বল
মাজুলি বাঁধআসামব্রহ্মপুত্র
মিনিমাতা বাঁধছত্তিসগড়হাসদেও
পোলাভরম বাঁধঅন্ধ্রপ্রদেশগোদাবরী
রাজঘাট বাঁধমধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশবেতওয়া
তোতলিঅক বাঁধঅরুণাচল প্রদেশসুবানসিরি
বাস্কো বাঁধমহারাষ্ট্রগোধাবরী
জয়কাওয়াড়ে বাঁধমহারাষ্ট্রগোদাবরী
হাথনি কুণ্ড বাঁধহরিয়ানাযমুনা
তুঙ্গভদ্র বাঁধকর্ণাটকতুঙ্গভদ্র
রিহান্দ বাঁধউত্তরপ্রদেশরিহান্দ
মাতাতিলা বাঁধউত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশবেতওয়া
পঞ্চেত বাঁধঝাড়খণ্ডদামোদর
মায়াথন বাঁধঝাড়খণ্ডবরকার
মুলে পারিয়া বাঁধকেরালাপেরিয়ার
হর্ষুদ বাঁধমধ্যপ্রদেশনর্মদা
গিরনা বাঁধমহারাষ্ট্রগিরনা
কলহিন্দি বাঁধওডিশাকলহিন্দি
সুপ্রিদিপ বাঁধত্রিপুরাগোমতী
ধুব্রগড় বাঁধআসামব্রহ্মপুত্র
হিরনি বাঁধঝাড়খণ্ডহিরনি
কাঞ্চরাপাড়া বাঁধপশ্চিমবঙ্গদামোদর
নানাক সাগর বাঁধউত্তরপ্রদেশদকোতা
বরনা বাঁধমহারাষ্ট্রবরনা
গঙ্গাধর বাঁধরাজস্থানপার্বতী
গুন্ডলপেট বাঁধকর্ণাটককবিনি
হাতগড় বাঁধওডিশামহানদী
কোয়েন বাঁধমহারাষ্ট্রকোয়েন
করনাজ বাঁধমহারাষ্ট্রকৃষ্ণা
জয়সিংনগর বাঁধছত্তিসগড়মহানদী
কেদারনাথ বাঁধউত্তরাখণ্ডমন্দাকিনী
কুরুদি বাঁধতামিলনাড়ুপেন্নার
কামেং বাঁধঅরুণাচল প্রদেশকামেং
গোমুখ বাঁধউত্তরাখণ্ডগঙ্গা
পারশুরাম কুন্ড বাঁধঅরুণাচল প্রদেশলোহিত
তিপাইমুখ বাঁধমণিপুরবারাক
শিবনাথ বাঁধছত্তিসগড়শিবনাথ
খাড়াক বাঁধমহারাষ্ট্রউলহাস
লুনি বাঁধরাজস্থানলুনি
লাংপাং বাঁধনাগাল্যান্ডডিকু
মালমপুঝা বাঁধকেরালামালমপুঝা
তিস্তা বাঁধসিকিমতিস্তা
বরন বাঁধমধ্যপ্রদেশবরন
বিনা বাঁধমধ্যপ্রদেশবিনা
হেমাবতী বাঁধকর্ণাটকহেমাবতী
কানহা বাঁধমধ্যপ্রদেশকানহা
সুক্তা বাঁধমধ্যপ্রদেশসুক্তা
লোয়ার সুবানসিরি বাঁধঅরুণাচল প্রদেশসুবানসিরি
গুন্ডলপেট বাঁধকর্ণাটককবিনি
বাসুপুজা বাঁধওডিশাবাসুপুজা
বানসাগর বাঁধমধ্যপ্রদেশসোন
হেতাউদা বাঁধঝাড়খণ্ডদামোদর
কাপিলেশ্বর বাঁধওডিশাপেন্নার
মাদুপুর বাঁধঝাড়খণ্ডদামোদর
কানহার বাঁধউত্তরপ্রদেশকানহার
অনজনি সাগর বাঁধকর্ণাটককৃষ্ণা
লোয়ার ইররাটি বাঁধকেরালাইররাটি
ধমনী বাঁধরাজস্থানধমনী
মনিয়ার বাঁধরাজস্থানবনাস
উকাই বাঁধগুজরাটতাপ্তি
Facebook
WhatsApp
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top